Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

প্রার্থী বাছাই-এ নিম্নক্তো বিষয় বিবেচনা করাঃ

 

  • আগ্রহ।          
  • মানষিকতা।
  • সামাজিক অবস্থা
  • বেকারত্ব ।
  • পরিবেশ ও পারিপার্শ্বিকতা।
  • দৃষ্টিভঙ্গী । 
  • আচার-আচারণ।
  • প্রয়োজনীয়তা।
  • অভিভাবকের মতামত।

আনুসঙ্গিক ব্যবস্থা (লজিষ্টিক সার্পোট):

 

  1. ভাতার ব্যবস্থা করা।
  2. ব্যবহারিক শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।
  3. আবাসন ব্যবস্থার সুযোগ বাড়ানো। 
  4. বিনোদনের ব্যবস্থা রাখা।
  5. তাত্ত্বিক ক্লাসে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো।
  6. বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা।
  7. উপস্থিত বক্তৃতার মাধ্যমে প্রতিযোগীতা মূলক মনোভাব তৈরী করা।
  8. শিক্ষা সফর
  9. প্রকল্প পরিদর্শন।
  10. ফলাফল ও প্রতিযোগীতা ভিত্তিক পুরস্কারের ব্যবস্থা করা। 
  11. এসাইরমেন্ট পদ্ধতি চালু করা।
  12. প্রশিক্ষার্থীদের স্বল্প সময়ে ও সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা।
  13. মাঠ কর্মকর্তা কর্তৃক নীবিড় তদারকী।
  14. কেন্দ্র ভিত্তিক মোবাইল যোগাযোগ রক্ষা করা।
  15. বিষয় ভিত্তিক ক্লাসের পাশপাশি সামাজিক সকল আলোচনার ব্যবস্থা রাখা। 
  16. উপজেলা পর্যায়ে কোটা ভিত্তিক প্রার্থী প্রেরণ বাধ্যতা মূলক করা।